বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, রইল সারাদিনের কিছু মুহূর্ত
নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের ঘেরাটোপ, কলকাতায় পিটিএস-র সামনে আটক হন শুভেন্দু , সাঁতরাগাছি থেকে মিছিল এগোতেই পুলিশের প্রতিরোধ, মুরলি ধর সেন লেনে বিজেপি পার্টি অফিসের সামনেও পুলিশ, পুলিশের লাঠি চার্জে মাথা ফাটে একাধিক বিজেপি কর্মীর |
নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের ঘেরাটোপ | কলকাতা ও নবান্নকে ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা হয় | সোমবার বিকেল থেকেই জেলায় জেলায় পুলিশের অভিযান | গুরুত্বপূর্ণ রেল স্টেশনের প্রবেশদ্বারে ব্যারিকেড পুলিশের | ট্রেনে উঠতেও বাধা দেওয়া হয় নবান্নমুখী বিজেপি কর্মীদের | কলকাতায় পিটিএস-র সামনে আটক হন শুভেন্দু | সাঁতরাগাছি থেকে মিছিল এগোতেই পুলিশের প্রতিরোধ | জলকামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে ধুন্ধুমার পরিস্থিতি | হাওড়া ময়দানেও পুলিশের জলকামান নিক্ষেপ | হাওড়া ময়দানে অবস্থানে বসেন সুকান্ত মজুমদার | পরে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ | হাওড়া ব্রিজ অবরুদ্ধ করে দিয়েছিল পুলিশ | মুরলি ধর সেন লেনে বিজেপি পার্টি অফিসের সামনেও পুলিশ | পুলিশের লাঠি চার্জে মাথা ফাটে একাধিক বিজেপি কর্মীর | রবীন্দ্র সরণিতে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয় | সবমিলিয়ে পুলিশ বনাম বিজেপি-র সংঘর্ষে দিনভর উত্তাপ | তৃণমূল কংগ্রেস বিজেপি-র কর্মসূচিকে ব্যর্থ বলে দাবি করে | উল্টোদিকে বিজেপি-র দাবি অভিযানে নৈতিক জয় তাঁদের