সাড়ে তিনশো বছরের প্রাচীন আগমেশ্বরী কালীমাতার নিরঞ্জন, দেখুন ভিডিও
নবদ্বীপের আগমেশ্বরীপাড়ার আগমেশ্বরী কালীমাতার পুজো প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন। তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগিশ এই পুজোর প্রতিষ্ঠা করেন। নিশিরাতে এই পুজো দেখতে ভিড় করেন অসংখ্য পূর্ণ্যার্থী। চিরাচরিত প্রথা মেনে আগমেশ্বরীর বিসর্জন হল।
নবদ্বীপের আগমেশ্বরীপাড়ার আগমেশ্বরী কালীমাতার পুজো প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন। তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগিশ এই পুজোর প্রতিষ্ঠা করেন। নিশিরাতে এই পুজো দেখতে ভিড় করেন অসংখ্য পূর্ণ্যার্থী। চিরাচরিত প্রথা মেনে আগমেশ্বরী কালীমাতাকে ভোগ হিসাবে নিবেদন করা হয় অড়হর ডালের খিচুড়ি, এচোড়, মোচা আর চালতার টক।পরেরদিন অমাবস্যা থাকাকালীন দেবীকে নির্ধারিত ঘাটে বিসর্জন দেওয়া হয়। এবারও চিরাচরিত প্রথা মেনে নির্ধারিত পুকুরে বেহারাদের কাঁধে চেপে নিরঞ্জন হল প্রতিমার। এদিন দুপুরে আগমেশ্বরীমাতার নিরঞ্জন দেখতে ভিড় করেছিলেন অসংখ্য পূর্ন্যার্থী।