'নতুন বা পুরোন, বিষ তো বিষই আছে' - তৃণমূলের নতুন পোস্টার নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন সাংসদ দিলীপ ঘোষ, বিভিন্ন বিষয়ে সাংবাদিক দের প্রশ্নের জাবাব দেন তিনি 

Share this Video

নারকেলডাঙা প্রসঙ্গে দিলীপ জানান বিজেপি করার অপরাধে তাকে শিকার হতে হয়েছে | 'বড় বড় নেতারা হুমকি দিচ্ছে, ছাল ছাড়িয়ে নেব' - দিলীপ | উপনির্বাচনে অশান্তি প্রসঙ্গে দিলীপ জানান 'তৃণমূল কাউকে থাকতে দেবেনা নিজেরাই করে খাবে ' | অনুব্রতর মেয়ে একটা নিরীহ ছেলের চাকরি খেয়ে বসে আছে বলে জানান তিনি | এরপর তৃণমূলের নতুন পোস্টার নিয়ে মন্তব্য করেন | তিনি বলেন 'নতুন বা পুরোন, বিষ তো বিষই আছে ' | কুনালের পুজোর গান নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন | দিলীপ বলেন 'শিয়াল যখন পাড়ায় ঢুকে যায়, বুঝতে হবে খারাপ সময় আসছে'

Related Video