চন্দননগর ট্রাফিকের নয়া পদক্ষেপ, নিয়ম ভাঙলে যেতে পারে লাইসেন্সও

  • চন্দননগর ট্রাফিকের নয়া নিয়ম
  • নিয়ম না মানলেই দিতে হবে জরিমানা
  • ট্রাফিকে বসানো হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম
  • আইন ভাঙলে নেওয়া হবে কড়া ব্যবস্থা

Share this Video

কোলকাতা পর এবার চুঁচুড়া কমিশনারেটে বসলো অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম। বুধবার দুপুরে খাদিনা মোড়ে অবস্থিত চুঁচুড়া ট্রাফিক কন্ট্রোল রুমে এই অত্যাধুনিক সিস্টেমের উদবোধন করলেন এ ডি জি ট্রাফিক বিবেক সহায়। এবার ট্রাফিকের নিয়ম হবে আরও কড়া। বুধবার এই নতুন ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন হয়। এ ডি জি বিবেক সহায় জানিয়েছেন ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করলে, হেলমেট না পরলে বা ট্রিপল বাইক করলেই দিতে হবে জরিমানা। তবে হাতে হাতে জরিমানার দিন এবার শেষ কারণ নিয়ম না মানলেই মোবাইলে ঢুকবে ম্যাসেজ এবং তাতেই থাকবে বিস্তারিত। বারবার নিয়ম ভাঙলে খোয়াতে হতে পারে লায়সেন্সও। এছাড়াও এডিজি (ট্রাফিক) বিবেক সহায় বলেন এই করনা আবহে মাস্কের দিকেও নজর রাখবেন তারা। 

Related Video