পালকিতে বউ চলেছে, পথে ভিড় জমাল উৎসাহী জনতা


দামি গাড়িতে নয় বরং জমিদারি প্রথা মেনে একেবারে পালকিতে চাপিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হল নববধূকে। এমন ঘটনারই স্বাক্ষি থাকল শিলিগুড়ির দক্ষিণভারত নগর এলাকা। হাইটেক যুগে সাবেক পালকিতে নববধূকে দেখতে ভিড় উপচে পড়েছিল পথে। দূষণ রোধে বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান দক্ষিণভারত নগরের বাসিন্দা প্রদীপ গোস্বামী। বাঙালি নিয়ম মেনেই তাই পরিবেশবান্ধব পালকিতেই ঘরে বউ নিয়ে গেলেন তিনি। 

Share this Video


দামি গাড়িতে নয় বরং জমিদারি প্রথা মেনে একেবারে পালকিতে চাপিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হল নববধূকে। এমন ঘটনারই স্বাক্ষি থাকল শিলিগুড়ির দক্ষিণভারত নগর এলাকা। হাইটেক যুগে সাবেক পালকিতে নববধূকে দেখতে ভিড় উপচে পড়েছিল পথে। দূষণ রোধে বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান দক্ষিণভারত নগরের বাসিন্দা প্রদীপ গোস্বামী। বাঙালি নিয়ম মেনেই তাই পরিবেশবান্ধব পালকিতেই ঘরে বউ নিয়ে গেলেন তিনি। 

Related Video