"কেউ মুরগী হতে চাইবে না"-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বললেন দিলীপ

 রাষ্ট্রপতি নির্বাচন - শরদ পাওয়ারের টেররিস্টের সাথে যোগাযোগ ছিল। এইরকম একজন রাষ্ট্রপতি হলে দেশে টেররিজম বাড়বে। কেউ মুরগী হতে চাইবে না। শরদ পাওয়ারের যা বয়স তাতে তিনি রাজী হচ্ছেন না। দিদি ভাবছে সবাই যদি উনাকে একবার বলে তাহলে উনি রাজী হয়ে যাবেন। কিন্তু উনার নাম কেউ বলছে না। 

/ Updated: Jun 16 2022, 01:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শরদ পাওয়ারের টেররিস্টের সাথে যোগাযোগ ছিল। এইরকম একজন রাষ্ট্রপতি হলে দেশে টেররিজম বাড়বে। কেউ মুরগী হতে চাইবে না। শরদ পাওয়ারের যা বয়স তাতে তিনি রাজী হচ্ছেন না। দিদি ভাবছে সবাই যদি উনাকে একবার বলে তাহলে উনি রাজী হয়ে যাবেন। কিন্তু উনার নাম কেউ বলছে না। এই বৈঠকে ১৮টি পার্টি যোগ দিয়েছে কিন্তু তাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রীর অল ইন্ডিয়া লিডার হওয়ার ইচ্ছা দীর্ঘ দিনের বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।  সিবিআই এর প্রতি মানুষ আস্থা হারাচ্ছে - কোর্ট আদেশ দিয়েছে তাই সিবিআই তদন্ত |  রাজ্যে রোজ ঝামেলা। এসএসসি, টেটের ধর্ণা চলছে। আমরা আন্দোলন করছি। এসব থেকে বাঁচতে উনি দিল্লি গিয়েছেন বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। যেখানে যত দাগী লোক সব তৃণমূল। তারাই সরকার চালাচ্ছে। তাহলে ভাবতে হবে পার্টিটা কোথায় আছে।