নকল প্রসাধনী গোডাউনের হদিশ, নামী সংস্থার মোড়কে মজুত প্রচুর ভেজাল সামগ্রী

মধ্যমগ্রামে নকল জিনিসের কারখানা বন্ধ করলো পুলিশ। দামি জিনিসের বোতলে নকল জিনিস তৈরি হত বাড়িতে। মধ্যমগ্রামের আব্দালপুরের ঘটনা। এই নকল ব্যবসা ১২ বছর ধরে করছিল নাসিদ মোহম্মদ। এই নকল তৈরির কাজে তার স্ত্রী ও ছেলেও জড়িত। মুলত এই নকল জিনিস ভিন রাজ্যে চলে যেত। ডিইবি ও মধ্যমগ্রাম থানার পুলিশ এই অভিযান চালায়। এই নকল তৈরির কারখানা থেকে ১ জন গ্রেফতার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ১৫বছর ধরে এই ভাবে তারা বিভিন্ন নামিদামি কোম্পানির লেভেলের মধ্যে  নিজেদের প্রডাক্ট রেখে দিয়ে বিক্রি করতেন । 

Share this Video

জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হাতেনাতে রেড করে প্রায় 50 লক্ষ টাকার বেশি সামগ্রী উদ্ধার করেছে । এই ঘটনায় একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে DEB উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের আব্দালপুর থেকে বিভিন্ন রাজ্যে চলে যেত এই প্রোডাক্ট। সেখানে গিয়ে বিক্রি হতো এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে । 

Related Video