চোরের কাছেও অমূল্য রতন, ভাঙড়ে জানালা ভেঙে পেঁয়াজ চুরি


এবার পেঁয়াজ চুরির অভিযোগ উঠলো দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পেঁয়াজ এখন যথেষ্ট দামী। তাই এতদিন চোরেরা পেঁয়াজকে দামী জিনিস হিসেবে ধরে চুরি না করলেও এবার সেই সুযোগ হাতছাড়া করেনি চোর। তাই রাতের অন্ধকারে দোকানের জানালা ভেঙে অন্যান্য জিনিসের সাথে পেঁয়াজ ও চুরি করল সিঁধেল চোরের দল।

Share this Video

এবার পেঁয়াজ চুরির অভিযোগ উঠলো দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পেঁয়াজ এখন যথেষ্ট দামী। তাই এতদিন চোরেরা পেঁয়াজকে দামী জিনিস হিসেবে ধরে চুরি না করলেও এবার সেই সুযোগ হাতছাড়া করেনি চোর। তাই রাতের অন্ধকারে দোকানের জানালা ভেঙে অন্যান্য জিনিসের সাথে পেঁয়াজ ও চুরি করল সিঁধেল চোরের দল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের খন্নেরপোল এলাকায়। এ বিষয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক দিলীপ গঙ্গোপাধ্যায়। অভিযোগ পেয়ে ওসি কাশীপুর বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Video