'এখন তৃণমূলের মুখে খারিজের কথা মানায় না', দলত্যাগীদের নিয়ে মুখ খুললেন সুজন

  • তৃণমূল ত্যাগীদের সদস্যপদ খারিজের জন্য আবেদন করা হয়েছে আগেই
  • বিজেপিতে যোগদানকারী তৃণমূল ত্যাগীদের খারিজের আবেদন জানান হয়
  • এবার সেই নিয়েই মুখ খুললেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী
  • তাঁর বক্তব্য সিপিএম ছেড়ে যাঁরা তৃণমূলে গিয়েছিল তাঁদের খারিজ করা হয়নি
     

Share this Video

তৃণমূল ত্যাগীদের সদস্যপদ খারিজের জন্য আবেদন করা হয়েছে আগেই। বিজেপিতে যোগদানকারী তৃণমূল ত্যাগীদের খারিজের আবেদন জানান হয়। এবার সেই নিয়েই মুখ খুললেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য সিপিএম ছেড়ে যাঁরা তৃণমূলে গিয়েছিল তাঁদের খারিজ করা হয়নি। অনেকবার আবেদনের পরও তাঁদের খারিজ করা হয়নি। 'এখন তৃণমূলের খারিজের কথা মানায় না', বললেন সুজন। বিজেপি সংসদীয় বিধি ব্যবস্থা মানে না, এমনটাও বলতে শোনা গেল তাঁকে। 

Related Video