দিদিকে বলো-র প্রচার, ভিড়ের ভয়ে বেরোতেই পারলেন না নুসরত, দেখুন ভিডিও

  • 'দিদিকে বলো'-র প্রচারে সাংসদ নুসরত জাহান
  • ভিড়ের চাপে বেরোতে পারলেন না সাংসদ
     

Share this Video

অনেকটা দেরিতে 'দিদিকে বলো'-র প্রচারে এসেছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ভিড়ের চাপে সাধারণ মানুষের কাছেই পৌঁছতে পারলেন না বসিরহাটের সাংসদ নুসরত জাহান। এ দিন বসিরহাট মহকুমার মিনাখা ব্লকের মঠবাড়ি জয়গ্রাম এলাকায় জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে প্রচার শুরু করেন তৃণমূল সাংসদ। কিন্তু প্রথমে স্থানীয় একটি কমিউনিটি হলে সাংবাদিক বৈঠক করলেও শেষ পর্যন্ত এলাকায় সাধারণ মানুষের কাছে আর পৌঁছতে পারেননি অভিনেত্রী সাংসদ। কারণ, নুসরত এসেছেন খবর পেয়েই প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশবাহিনী।

শেষ পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতারাই 'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে এলাকায় প্রচার সারেন। নুসরত বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এভাবে দেশের কোথাও কেউ ভাবেননি। সবাইকে বলব নিজেদের সুযোগ, সুবিধার কথা দিদিকে বলো-তে ফোন করে জানান।'

Related Video