অষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার শব্দ, মল্ল রাজাদের পুজো দেখতে আজও ভিড় জমে বিষ্ণুপুরে

  • এবার ১০২৪ বছরে পদার্পন করল মল্ল রাজাদের পুজো
  • আজও সেখানে পুরোনো রীতি মেনেই পুজোহয়
  • অষ্টমীর সন্ধিক্ষনে আজও সেখানে গর্জে ওঠে কামানের শব্দ
  • করোনা আবহে এবারও সেখানে ভিড় জমলো সাধারণ মানুষের

Share this Video

বিষ্ণুপুরের মল্ল রাজাদের নাম শুনেছে প্রায় সকলেই। আজ সেই রাজাও আর নেই তাদের রাজত্বও। তবু আজও সেখানে প্রাচীন নিয়ম মেনেই দুর্গা অষ্টমীর সন্ধিক্ষণে শোনা যায় কামান দাগার শব্দ। ৯৯৭ সালে ১৯তম মল্ল রাজা স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবী মৃন্ময়ীর। তার পর থেকেই সেখানে শুরু হয় পুজো। আর সেই থেকেই আজও প্রাচীন ঐতিহ্যের পুজো বহন করে চলেছেন মল্ল রাজাদের পরিবারের বর্তমান সদস্যরা। প্রাচীন নিয়ম মেনেই সেখানে মৃন্ময়ীর মন্দির সংলগ্ন মোর্চা পাহাড়ে মহাষ্টমীর সন্ধিক্ষনে কামান দাগা হয়। আর এই কামান দাগা দেখতে ভীড় জমে বিষ্ণুপুরে। অন্যান্য বছরের মত এবছরও সেখানে করোনা আবহের মধ্যেই প্রচীন প্রথা মেনেই পুজো হল। সেখানে শোনা গেল তোপ দাগার শব্দও। তাই দেখতে ভিড় দেখা গেল সাধারণ মানুষের। 

Related Video