ভ্যালেনটাইন্স ডে-র রাতে মা ভবতারিণীকে কী উপহার দিলেন মদন মিত্র, দেখে নিন

সোমবার ছিল ভালোবাসার দিবস। ভালোবাসার দিনে ভবতারিণীকে চকলেট উপহার মদন-এর। সোমবার রাতে দক্ষিণেশ্বর মন্দিরে যান মদন মিত্র। দক্ষিণেশ্বর মন্দিরে মোমবাতি নিয়ে যান তিনি। মদন মিত্র-র সঙ্গে ছিলেন কামারহাটির ৩৫ জন তৃণমূল প্রার্থী।
 

Share this Video

সোমবার ছিল ভালোবাসার দিবস। ভালোবাসার বিশেষ দিনে সবাই মেতেছিলেন। সবাই নানান ভাবে ভালোবাসার এই বিশেষ দিনটা সেলিব্রেট করেছেন। এই দিনই ৪ পুরনিগমে ভোটের ফল সামনে এসেছে। ৪ পুর নিগমেই বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। তৃণমূলের জয়ের আনন্দে এদিন সবাই মেতে উঠেছিলেন। শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর এবং আসানসোল, এই ৪ কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী তৃণমূল, তারই আনন্দে এদিন আকাশে বাতাসে উড়েছে সবুজ আবির। সামনেই রয়েছে আরও ১০৮ টি পুরনিগমে নির্বাচন। তার প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে তৃণমূলের জয়ের আনন্দে এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সোমবার রাতে ভবতারিণী মন্দিরে দেখা গিয়েছে মদন মিত্রকে। সেখানে মোমবাতি হাতে নিয়ে যান তিনি। ভালোবাসার দিনে ভবতারিণীকে চকলেট উপহার মদন-এর। সোমবার রাতে দক্ষিণেশ্বর মন্দিরে যান মদন মিত্র। দক্ষিণেশ্বর মন্দিরে মোমবাতি নিয়ে যান তিনি। মদন মিত্র-র সঙ্গে ছিলেন কামারহাটির ৩৫ জন তৃণমূল প্রার্থী।

Related Video