পুরপ্রধানের দায়িত্ব নিয়েই মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পল্লব দাস-এর
পুরপ্রধান নির্বাচিত হয়েই সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা। সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন পল্লব দাস। রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস। সেখানে উপ-পুরপ্রধান হলেন মোফাজ্জল হোসেন। এদিন ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলাররা শপথগ্রহণ করেন।
পুরপ্রধান নির্বাচিত হয়েই সকলকে একসাথে নিয়ে চলার বার্তা দিলেন রাজপুর সোনারপুর (Rajpur and Sonarpur) পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান পল্লব দাস ৷ শপথ নি্যেই শান্তিপুর্ণভাবে দোল উৎসব কাটানোর ব্যাপারে সবার কাছে বার্তা দেন তিনি ৷ অন্যদিকে প্রথমবার ভোটে (vote) দাঁড়ি্যেই রাজপুর সোনারপুর পুরসভার আট নম্বর ওয়ার্ড থেকে জিতে উপ-পুরপ্রধান হলেন মোফাজ্জল হোসেন ৷ তার এলাকায় জল জমার যে সমস্যা রয়েছে তার সমাধানে তিনি উদ্যোগী হবেন বলে জানিয়েছেন ৷ রাজপুর সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলাররা এদিন শপথগ্রহণ করেন ৷ উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সাংসদ শুভাশিস চক্রবর্তী ৷ তিনি বলেন দলের নির্দেশ মেনেই পুরপ্রধান ও উপপুরপ্রধান নির্বাচন করা হয়েছে ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য এদিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ মোতায়েন ছিল প্রচুর পুলিশ৷