ছেলের অত্যাচারে অতিষ্ঠ, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মা-বাবার

  • ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার চেষ্টা মা-বাবার 
  • গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্যহত্যার চেষ্টা করেন তাঁরা
  • স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করেন তাঁদের 
  • তাঁরাই পুলিশের সাহায্যে বাড়ি ফিরয়ে দেন তাঁদের

Share this Video

মা-বাবার ওপর ছেলের অত্যাচার নতুন কিছুই নয়। এবার আরও একবার সেই ঘটনাই সামনে এল। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ ও বৃদ্ধা। ওই বৃদ্ধ বিশ্বনাথ দাস ও তাঁর স্ত্রী সবিতা দাস জগদ্দল থানার শ্যামনগরের পীড় তলার বাসিন্দা। সেখানে তিনি তাঁর এক মাত্র ছেলে কাছেই থাকেন। আর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বেসরকারি জুট মিলের অবসর প্রাপ্ত শ্রমিক ছিলেন বৃদ্ধা। মাসে সামান্য কিছু টাকা মাত্র পেনশন পান তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন বৃ্দ্ধার ছেলে পেশায় কাঠের মিস্ত্রি। আর এই ছেলেই রোজ তাঁর মা-বাবার ওপরে অত্যাচার করে। ঘটনার দিন সকালেও ছেলে তাঁর মা-বাবার ওপরে অত্যচার করে। আর প্রতিদিনের এই অত্যাচার আর সহ্য করতে না পেরেই তাঁরা গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গঙ্গার পারে থাকা লোকজন তাদের গঙ্গায় নামতে দেখে সন্দেহজনক মনে হয়। তারা তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করায় তারা প্রথমে বলতে না চাইলেও পরে কান্নায় ভেঙে পরে ও বিষয়টি জানান। এরপর তাঁরাই জগদ্দল থানায় খবর দেন। পুলিশ এসে তাঁদের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এছাড়াও পুলিশ তাদের আশ্বস্ত করে সমস্ত রকম সাহায্য তাঁরা করবেন বলে জানিয়েছেন। শধু তাই নয় ভবিষ্যতে এমন আবার হলে তাঁরা যআতে ব্যবস্থা নিতে পারেন তার জন্য বৃদ্ধার প্রতিবেশীদের তাঁর ফোন নম্বরও দিয়ে গিয়েছেন।

Related Video