'উপরওয়ালার ইচ্ছেতেই গ্রেফতার পার্থ '- মীনাক্ষী

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, পার্থ  ঘনিষ্টের বাড়ি থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে , DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এ বিষয়ে  প্রতিক্রিয়া দেন 

/ Updated: Jul 23 2022, 04:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়  | রাতভর ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাওয়া যাবতীয় নথি পরীক্ষা-নিরিক্ষা করে গিয়েছে | পার্থ  ঘনিষ্টের বাড়ি থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে | DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এ বিষয়ে  প্রতিক্রিয়া দেন | তদন্ত দেরি করায় ইডি কেও দুষলেন মীনাক্ষী | শুধুমাত্র একটা বাড়ি থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হলে তাহালে সব বাড়ি থেকে খুজলে কত পাওয়া যাবে বলে প্রশ্ন মীনাক্ষীর , উপরওয়ালার ইচ্ছেতেই এই রাজ্যে সব কিছু হয়, তাই উপরওয়ালার ইচ্ছেতেই গ্রেফতার পার্থ বলে জানান মীনাক্ষী |