২.৩০ ঘণ্টা ধরে কার্নিশে রোগী, আত্মহত্যা নাকি গাফিলতি

নেটদুনিয়ায় এখন ভাইরাল মল্লিকবাজার নিউরোসায়েন্সের ভিডিও | ২৫ জুন নিউরোসায়েন্সের ৮ তলার কার্নিশে নেমে যায় সুজিত অধিকারী|  সে ঝাঁপ দিতেই নেমেছে বলে সুজিত সবাইকে জানাতে থাকে

/ Updated: Jun 26 2022, 11:38 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নিউরো সায়েন্সের আট তলা থেকে পড়ে গিয়ে রোগীর মৃত্যু। আর সেই ঘটনা হাতে হাত রেখে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল প্রশাসন। শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কলকাতার মল্লিকবাজারে বিখ্যাত বেসকারি হাসপাতাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে। যদিও মৃত রোগী আগে থেকেই আত্মহত্যার হুমকি দিয়ে রেখেছিলেন।  তারপরেই হাসপাতাল কর্তপক্ষ সচেতন না ওঠায় প্রশ্ন উঠতে শুরু করেছে। স্নায়ুরোগে আক্রান্ত রোগী ভর্তি ছিলেন মল্লিক বাজারের বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তিনি নাকি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তেমন গুরুত্ব দেয়নি। এদিন সকালের দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে জানলা দিয়ে বার হয়ে কার্নিশে চলে যায়। আটতলার কার্নিশে চড়ে বসে। সেখানে বসে বসেই পথচলতি মানুষকে দেখতে পেয়ে হাত নাড়তে থাকা। যা দেখে চোখ কপালে ওঠে পথচারীদের। এরই মধ্যে বিষয়টি নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। সকাল সাড়ে ১১টা নাগাদ কার্নিশে চড়ে বসেন রোগী। তারপর হাসপাতাল কর্তপক্ষই খবর দেয় দমকল বিভাগে। দেড় থেকে দুই ঘণ্টা ধরে কার্নিশে চড়ে বসে থাকেন ওই রোগী। দমকল কর্তৃপক্ষও তাকে নামানোর চেষ্টা করে। কিন্তু কোনও পদ্ধতিই কাজে লাগে না। অবশেষে বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ রোগীর আত্মীয়কে নিয়ে আসা হয়। আত্মীয় তাঁকে নেমে আসার জন্য বোঝাতে যান। সেই সময়ই রোগী ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার হুমকি দেয়। বেলা ১টা পর্যন্ত চলতে থাকে টানাপোড়েন।  তারপর কার্নিশ ধরে ঝুলতে থাকেন।  অবশেষে কার্নিশ থেকে পড়ে যান রোগী।