সিঁদুর খেলা নয়, কাদা-মাটি খেলেই দশমীর শুভেচ্ছা বিনিময় হয় বাঁকুড়ার এই গ্রামে

  • কাদা খেলার মধ্যে দিয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময়
  • এমটাই চল রয়েছে বাঁকুড়ার জয়পুর থানার ঝগড়াই গ্রামে
  • করোনা আবোহেও সেই রীতি মেনেই হল কাদা খেলা
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও 
/ Updated: Oct 26 2020, 07:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দশমী মানেই সিঁদুর খেলা। তবে বাঁকুড়ার জয়পুর থানার ঝগড়াই গ্রামে সিঁদুরের বদলে খেলা হয় মাটি নিয়ে। কাদা খেলার মধ্যে দিয়েই সেখানে শুভেচ্ছা বিনিময় হয়। ঝগড়াই গ্রামে রয়েছে ঝগড়াই ভঞ্জনি রূপী দেবী দুর্গা প্রাচীন পাথরের মুর্তি। প্রায় সাড়ে পাঁচশো বছরের প্রাচীন এখানকার দুর্গাপুজো। লাঠিয়াল দের নিয়ে বৃষ্টির মধ্যে সেই উৎসব প্রথম পালিত হয়েছিল সেখানে। সেই থেকে আজও বিজয়া দশমিতে এলাকার মানুষ কাদা খেলায় মেতে ওঠেন। এবছরও দশমীর ছবিটা ছিল একই। ওই দিন সকাল থেকেই মন্দির চত্বরে কাদা খেলায় মাতলেন এলাকার আট থেকে আশি সকলেই।  আর এভাবেই দিনভর কাদা খেলার মধ্য দিয়ে বিজয়া দশমী পালন করছেন এলাকার সকল স্তরের মানুষ। করোনা ভুলেই সেখানে মেতে উঠলেন তারা।