বেআইনী রান্নার গ্যাস ফিলিং করার সামগ্রী সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ
বেশ কয়েক লাখ টাকার মূল্যের বেআইনী রান্নার গ্যাস সিলিন্ডার এবং বেআইনী ফিলিং করার সামগ্রী সহ দুই অসাধু ব্যক্তি গ্রেফতার, গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ
বেশ কয়েক লাখ টাকার মূল্যের বেআইনী রান্নার গ্যাস সিলিন্ডার এবং বেআইনী ফিলিং করার সামগ্রী সহ দুই অসাধু ব্যক্তি গ্রেফতার | গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ | ধৃতদের বিরুদ্ধে এসেনশিয়াল কমোডিটিস আইনে কেশ রুজু করা হয়েছে | ধৃত দু জনের নাম চিরঞ্জিত মন্ডল ও পরেশ দাস | ধৃতদের তল্লাশি করে পুলিশ প্রচুর গ্যাস সিলিন্ডার ও ফিলিং করার সামগ্রী উদ্ধার করেছে |
Related Video
Now Playing
Now Playing