বেআইনি ভাবে বালি তোলার খবরে পুলিশের অভিযান, বালির ট্রাক্টর সহ দুই জনকে আটক
বেআইনি ভাবে নদী থেকে বালি তুলে বোঝাই ট্রাক্টর ছুটছে পান্ডপাড়াতে, খবর পেয়ে পুলিশ অভিযান চালায়,বালির ট্রাক্টর সহ দুই জনকে আটক করে পুলিশ
বেআইনি ভাবে নদী থেকে বালি তুলে বোঝাই ট্রাক্টর ছুটছে পান্ডপাড়াতে | খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ অভিযান চালায় | বালির ট্রাক্টর সহ দুই জনকে আটক করে কোতয়ালি থানার পুলিশ | আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই চলছিল বালি তোলার কাজ | ধর পাকড়ের খবর পেয়েই বালি ব্যবসায়ীরা পালিয়ে যায় | এলাকার বাসিন্দারা এই বেআইনিভাবে বালি তোলার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন