আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম সোদপুরের পৃথ্বীজা এবং তৃতীয় জলপাইগুড়ির স্বয়ম

আইএসসি পরীক্ষায় এ রাজ্যের চূড়ান্ত সাফল্য , দেশের মধ্যে প্রথম সোদপুরের পৃথ্বীজা এবং তৃতীয় জলপাইগুড়ির স্বয়ম | 

/ Updated: Jul 24 2022, 10:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে | সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী পৃথ্বীজা মন্ডল প্রথম স্থান অধিকার করেছে  | পৃথ্বীজা ৯৯.৭৫% নম্বর পেয়েছে আইএসসি তে | সোদপুর পিয়ারলেস নগরে বাবা-মায়ের সাথে বাস করেন পৃথ্বীজা | তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে তার বাবা-মা | পৃথ্বীজা জানায় সে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বে ও কেমিস্ট্রি নিয়ে গবেষণাও করতে চায় | 

 আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় জলপাইগুড়ির স্বয়ম আগরওয়াল | আইএসসি পরীক্ষায় ৯৯.২৫% নম্বর পেয়েছে স্বয়ম | জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের বাসিন্দা স্বয়ম | সে ক্রিকেট, ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে এছাড়া  pubg খেলতে ভালবাসে |