নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি, সপ্তাহের প্রথম দিনেই রেল অবরোধের কারণ ব্যহত জনজীবন

সোমবার সপ্তাহ শুরুর দিনেই বারাসত সাউথ কাজিপাড়া স্টেশনে রেল অবরোধ স্থানীয়দের।দাবি অবিলম্বে নুপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে।বারাসত-হাসনাবাদ লাইনে কাজিপাড়া রেল স্টেশনে এই অবরোধ শুরু করে স্থানীয় মানুষ একত্রিত হয়ে,প্রায় ১৫-২০ মিনিট অবরোধ চলে।

/ Updated: Jun 13 2022, 11:31 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোমবার সপ্তাহ শুরুর দিনেই বারাসত সাউথ কাজিপাড়া স্টেশনে রেল অবরোধ স্থানীয়দের।দাবি অবিলম্বে নুপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে।বারাসত-হাসনাবাদ লাইনে কাজিপাড়া রেল স্টেশনে এই অবরোধ শুরু করে স্থানীয় মানুষ একত্রিত হয়ে,প্রায় ১৫-২০ মিনিট অবরোধ চলে। বিক্ষোভ প্রদর্শন করে তারা,তাদের দাবি ভারতের মত গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্রকে নষ্ট করার জন্য একদল অসাধু সাম্প্রদায়িক দল তৈরি হয়েছে,সকল ধর্মের মানুষ এক হয়ে যেমন দেশ স্বাধীন করা হয়েছিলো,ঠিক তেমনই হিন্দু,মুসলিম,খ্রিস্টান,জৈন,বৌদ্ধ  সবাই একসাথে কাধে কাধ মিলিয়ে এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করে দেশ থেকে উৎখাত করতে হবে,তার বিরুদ্ধেই এই আন্দোলন বলে দাবি বিক্ষোভকারীরা। অবরোধ শুরু হলে ঘটনাস্থলে পৌছায় রেল পুলিশ,বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ সরিয়ে ফের রেল পরিষেবা স্বাভাবিক করে।বর্তমানে রেল পরিষেবা সম্পুর্ন স্বাভাবিক।
 

Read more Articles on