Purnandu Basu 'কোনও রাজনৈতিক দলই ধোয়া তুলসী পাতা নয়'- পূর্ণেন্দু বসু

তৃণমূল কংগ্রেস আয়োজিত গাইঘাটার ঠাকুরনগরে বিজয়া সম্মিলনী ও কর্মীসভার অনুষ্ঠানে এদিন যোগদান করেন পূর্ণেন্দু বসু ও দোলা সেন । সেখানে বক্তব্য রাখতে গিয়ে নিচুতলার সংগঠনকে মজবুত করা এবং গ্রামে গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনে সেগুলি দলকে জানানোর কথা বলেন পূর্ণেন্দু বসু | 

Share this Video

রবিবার গাইঘাটার ঠাকুরনগরে বিজয়া সম্মিলনী ও কর্মীসভার অনুষ্ঠান হয় | অনুষ্ঠানে যোগদান করেন কিষাণ ও ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু ও দোলা সেন | সেখানে তিনি মন্তব্য করেন বিশ্বের এমন কোন দল নেই যারা পার্লামেন্টের মধ্যে থাকে সেই দলে দুর্নীতি নেই | এর পাশাপাশি তিনি নিচুতলার সংগঠনকে মজবুত করার কথা বলেন | 

Related Video