অগ্নিপথ বাতিলের দাবিতে রেল অবরোধ ঠাকুরনগরে

সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নতুন একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে |সেখানে ঘোষণা হয়  চার বছরের জন্য সামরিক বিভাগে নিয়োগ করা হবে | তারই প্রতিবাদে ঠাকুরনগরে বনগাঁ শিয়ালদা লাইনে রেল অবরোধ -বিক্ষোভ চাকরিপ্রার্থীরা

/ Updated: Jun 17 2022, 02:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নতুন একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে |সেখানে ঘোষণা হয়  চার বছরের জন্য সামরিক বিভাগে নিয়োগ করা হবে | তারই প্রতিবাদে ঠাকুরনগরে বনগাঁ শিয়ালদা লাইনে রেল অবরোধ -বিক্ষোভ চাকরিপ্রার্থীরাঅবরোধ এর ফলে দুর্ভোগ এ পরে সাধারণ মানুষ  | প্রায় দু' ঘণ্টা বাদে সেখানে আসে বিশাল পুলিশ বাহিনী | এরপর চাকরিপ্রার্থীদের করা রেল অবরোধ উঠে যায় এবং রেল চলাচল স্বাভাবিক হয়