ওপার বাংলায় রওনা দিল কচুরিপানার রাখি! পেট্রাপোল সীমান্ত দিয়ে কাঁটাতার পাড়ি মিষ্টিও
রাখি বন্ধন উৎসব কে সামনে রেখে বনগাঁ পৌরসভার উদ্যোগে কচুরিপানা দিয়ে তৈরি রাখি এবং মিষ্টি পাঠানো হলো বাংলাদেশে
রাখি বন্ধন উৎসব কে সামনে রেখে ওপার বাংলায় রওনা দিল কচুরিপানার রাখি | বনগাঁ পৌরসভার উদ্যোগে রাখি এবং মিষ্টি পাঠানো হলো বাংলাদেশে | রাখি এবং মিষ্টি পৌঁছে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে | যশোরের এমপি শেখ আফিলুদ্দিনের হাতে রাখি এবং মিষ্টি তুলে দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ | রাখি বন্ধন উৎসব কে সামনে রেখে মৈত্রীর বার্তা দিতেই এই উদ্যোগ |