জিআই স্বীকৃতির বর্ষপূর্তি , ফ্রিতে মিলছে রসগোল্লা

২০১৭ সালের ১৪ নভেম্বর বাংলার রসগোল্লা ওড়িশাকে হারিয়ে ভারত সরকারের জিআই স্বীকৃতি পায়। তারই দুবছরের বর্ষপূর্তি পালিত হচ্ছে পূর্ব মেদিনীপুরে। কোলাঘাট মিষ্টান্ন ব্যবসায়ীদের পক্ষ থেকে মহা ধুমধামে পালিত হল রসগোল্লা দিবস। সেই উপলক্ষ্যে পথচারী ও স্থানীয়দের দাম না নিয়েই খাওয়ানো হল রসগোল্লা। বাংলার ঐতিহ্য রসগোল্লা। বহু সংগ্রাম করে সেই স্বীকৃতি ফিরেছে বাংলার ঝুলিতে। তা উদযাপন করতেই সকলকে রসগোল্লা খাওয়ানো হচ্ছে বলে জানান মিষ্টি ব্যবসায়ীরা। এদিকে মিষ্টি বিক্রেতাদের এই উদ্যোগে  খুশি পথচলচি মানুষ ও স্থানীয়রা।

Share this Video

২০১৭ সালের ১৪ নভেম্বর বাংলার রসগোল্লা ওড়িশাকে হারিয়ে ভারত সরকারের জিআই স্বীকৃতি পায়। তারই দুবছরের বর্ষপূর্তি পালিত হচ্ছে পূর্ব মেদিনীপুরে। কোলাঘাট মিষ্টান্ন ব্যবসায়ীদের পক্ষ থেকে মহা ধুমধামে পালিত হল রসগোল্লা দিবস। সেই উপলক্ষ্যে পথচারী ও স্থানীয়দের দাম না নিয়েই খাওয়ানো হল রসগোল্লা। বাংলার ঐতিহ্য রসগোল্লা। বহু সংগ্রাম করে সেই স্বীকৃতি ফিরেছে বাংলার ঝুলিতে। তা উদযাপন করতেই সকলকে রসগোল্লা খাওয়ানো হচ্ছে বলে জানান মিষ্টি ব্যবসায়ীরা। এদিকে মিষ্টি বিক্রেতাদের এই উদ্যোগে খুশি পথচলচি মানুষ ও স্থানীয়রা।

Related Video