Reaction of Dilip Ghosh- 'পার্টির মধ্যে যারা গন্ডগোল করছেন খুঁজছি', ইঙ্গীতপূর্ণ মন্তব্য দিলীপের

বিজেপি ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁর বিজেপি ত্যাগের পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়েই এবার মুখ খুললেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। 'পার্টির মধ্যে যারা গন্ডগোল করছেন খুঁজছি', বললেন দিলীপ। সোমবার মেদিনীপুরের শ্যাম সংঘ হলে ছিল বিজয়া সম্মিলনী। সেখানেই উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। নির্বাচনের দলে থেকে কিছু লোক অন্য দলের হয়ে কাজ করেছে। তাঁদেরকেই খুঁজে বার করার কথা বলেন দিলীপ ঘোষ। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাদ্যায়কে বিঁধতে ছাড়েননি সুকান্ত। সুকান্ত মজুমদার বলেন তাঁর দল ছাড়ার কারণ তিনি জানেন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় থেকে ভোটেও দাঁড়ান তিনি, তবে জয়ী হতে পারেননি তিনি। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই রাজীব ক্রমশ গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন। অন্যদিকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ে। শুরু হয় জোর জল্পনা। অবশেষে জল্পনা সত্যি করেই তৃণমূলে ফিরেছেন রাজীব। এরপর থেকেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর এই নিয়েই একাধিক মন্তব্য করতে শোনা গেল দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে। অন্যদিকে ইঙ্গীতপূর্ণ একাধিক মন্তব্য করলেন দিলীপ।


 

/ Updated: Nov 01 2021, 05:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজেপি ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁর বিজেপি ত্যাগের পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়েই এবার মুখ খুললেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। 'পার্টির মধ্যে যারা গন্ডগোল করছেন খুঁজছি', বললেন দিলীপ। সোমবার মেদিনীপুরের শ্যাম সংঘ হলে ছিল বিজয়া সম্মিলনী। সেখানেই উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। নির্বাচনের দলে থেকে কিছু লোক অন্য দলের হয়ে কাজ করেছে। তাঁদেরকেই খুঁজে বার করার কথা বলেন দিলীপ ঘোষ। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাদ্যায়কে বিঁধতে ছাড়েননি সুকান্ত। সুকান্ত মজুমদার বলেন তাঁর দল ছাড়ার কারণ তিনি জানেন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় থেকে ভোটেও দাঁড়ান তিনি, তবে জয়ী হতে পারেননি তিনি। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই রাজীব ক্রমশ গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন। অন্যদিকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ে। শুরু হয় জোর জল্পনা। অবশেষে জল্পনা সত্যি করেই তৃণমূলে ফিরেছেন রাজীব। এরপর থেকেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর এই নিয়েই একাধিক মন্তব্য করতে শোনা গেল দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে। অন্যদিকে ইঙ্গীতপূর্ণ একাধিক মন্তব্য করলেন দিলীপ।

Read more Articles on