'ফেলু' ছাত্রীদের পথ অবরোধ, বারাসতে ৩৫ নম্বর জাতীয় সড়ক আটকে পাশ করিয়ে দেওয়ার দাবি


এবার অবরধোর বারাসতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে সোমবার বারাসতে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ প্রিয়নাথ গার্লস স্কুলের ছাত্রীরা। বারাসত বনমালীপুর এলাকায় ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।

/ Updated: Jun 13 2022, 02:41 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এবার অবরধোর বারাসতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে সোমবার বারাসতে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ প্রিয়নাথ গার্লস স্কুলের ছাত্রীরা। বারাসত বনমালীপুর এলাকায় ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তাদের দাবি  পাশ করাতে হবে ।৪০ জনের বেশি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরিক্ষায় পাশ করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। সেই কারণে পথ অবরোধে সামিল হয় তারা। স্কুল থেকে প্রায় ৭০ জন পরীক্ষা দিয়েছিল। বাকিরা পাশ করতে পারলেও ৪০ জন পাশ করতে পারেনি। তাই পাশের দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যা তৈরি করে তারা। ছাত্রীদের দাবি ইচ্ছেকৃতভাবে তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে ছাত্রীদের এই নাছোড় দাবির কারণে অনেক নিত্যযাত্রীকেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার  রেজাল্টা আউটের পর থেকেই অকৃতকার্যরা পাশ করিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছে। একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছে।