আন্দোলন নয়, Save Soil একটি সচেতনতা, আগামীর পৃথিবীকে বাঁচানোর কৌশল

এগরায় শুরু হলো সেভ সয়েল বা মাটি বাঁচাও অভিযান। বাইক র‍্যালির মাধ্যমে সচেতনতার প্রচার শুরু পূর্ব মেদিনীপুরে। মাটি দূষণের ফলে কমছে মাটির উর্বরতা, ঘনিয়ে আসছে বিপদ। বিশিষ্ট সমাজসেবক সদগুরুর এই সচেতনতাকেই এগিয়ে নিয়ে চলেছে সারা দেশ। ইউনাইটেড নেশনস-এর স্বীকৃতি পেয়েছে এই 'মাটি বাঁচাও' কর্মসূচি। 

/ Updated: Jul 03 2022, 11:57 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এগরায় শুরু হলো সেভ সয়েল বা মাটি বাঁচাও অভিযান। বাইক র‍্যালির মাধ্যমে সচেতনতার প্রচার শুরু পূর্ব মেদিনীপুরে। মাটি দূষণের ফলে কমছে মাটির উর্বরতা, ঘনিয়ে আসছে বিপদ। বিশিষ্ট সমাজসেবক সদগুরুর এই সচেতনতাকেই এগিয়ে নিয়ে চলেছে সারা দেশ। ইউনাইটেড নেশনস-এর স্বীকৃতি পেয়েছে এই 'মাটি বাঁচাও' কর্মসূচি। 

Read more Articles on