স্কুলের ইউনিফর্ম না পড়ায় বকাবকি, তার জেরে স্কুলের সভাপতিকে অশ্লীল গালাগাল, এলাকায় উত্তেজনা

স্কুলের ইউনিফর্ম না পরে অন্য পোশাক পরে স্কুলে আসায় ছাত্রীকে বকাবকি করেন শিক্ষিকা, তার জেরে স্কুলের সভাপতিকে অশ্লীল গালাগাল , উত্তেজনা এলাকায়

/ Updated: Jul 17 2022, 02:51 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্কুলের ইউনিফর্ম না পরে অন্য পোশাক পরে স্কুলে আসায় ছাত্রীকে বকাবকি করেন শিক্ষিকা, জরির কাজ করা ওড়না পরা নিয়ে বিরূপ মন্তব্য করা হয় ওই ছাত্রীকে | ঘটনাটি পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরের | ছাত্রী স্কুল থেকে বাড়ি চলে গিয়ে অভিভাবকদের জানালে তারা স্কুলের সভাপতি সুশান্ত দাসকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং মারতে উদ্যত হয় | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে খবর দেওয়া হয় ঢোলাহাট থানায় | তড়িঘড়ি  প্রশাসন সেখানে উপস্থিত হয়ে  কোনরকমে অবস্থা সামাল দেন |