Kakdwip crime: মা-কে খুনের অভিযোগে ছেলের যাবজ্জীবনের সাজা শোনাল আদালত
২০১১ সালে মা-কে শ্বাসরোধ করে খুন করে ছেলে। সেই ঘটনারই সাজা ঘোষণা হল মঙ্গলবার। মা-কে খুনের অভিযোগে ছেলের যাবজ্জীবন ঘোষণা। কাকদ্বীপ মহকুমা আদালতে তাঁর যাবজ্জীবন ঘোষণা হয়।
২০১১ সালে মা-কে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগে অভিযুক্ত অজয় চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ সেই ঘটনার সাজা এদিন ঘোষণা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। সেখানে বিচারপতি প্লাবন মুখোপাধ্যায় অভিযুক্ত অজয় চক্রবর্তীকে যাবৎজীবন কারাবাসের সাজা শোনান। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিন ২৪ পরগনার সাগর থানার চেমাগুড়ি গ্রামে অভিযুক্ত অজয় তাঁর মা বছর সত্তরের রেনুকা চক্রবর্তীকে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এ বিষয়ে তাঁর দাদা রবিন চক্রবর্তী দক্ষিন ২৪ পরগনার সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাগর থানার এস আই রামকৃষ্ণ দাস ঘটনার তদন্ত শুরু করেন। এ বিষয়ে তিনি চার্জশিট দেন কাকদ্বীপ আদালতে। সেই ঘটনার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার সাজা ঘোষণা করে আদালত। যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবী এ বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। মাকে খুনের পর তাঁর দেহ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্ত। ভারতীয় দ্বন্দ বিধি ৩০২ ও ২০১ ধারায় খুন ও প্রমান লোপাটের অভিযোগে অভিযুক্ত প্রমানিত হন অজয়।