Asianet News BanglaAsianet News Bangla

পুজোর গানের রেকর্ডিং করতে ব্যস্ত তানি-মুনি, এবার পুজোয় হয়ত তাদের গানই শোনা যাবে মন্ডপে মন্ডপে

Sep 26, 2020, 9:37 PM IST

পুজো মানেই পুজোর নতুন গান। আর এই পুজোর গান রেকর্ডিং করতেই ব্যস্ত এখন দুই ক্ষুদে শিল্পী। নতুন গান নিয়ে আসছে তারা এবার পুজোয়। তানি-মুনি দুই যমজ বোনের গলায় এবার শোনা যাবে পুজোর গান। ইতিমধ্যে তাদের গানের প্রেমে পড়েছেন অনেকেই। এবার সেই যমজ বোনের গলাতেই শোনা যাবে পুজোর গান। যা আবারও মন কাড়বে সকলের আশা করাই যায়। সেই গানের রেকর্ডিং করতেই এখন ব্যস্ত এই দুই ক্ষুদে প্রতিভা। এখন তাদের গান মুক্তি পাওয়ার অপেক্ষা। আর তারে পরে হয়ত তাদের গানই পুজোর মন্ডপে শোনা যাবে। 

Video Top Stories