উদ্বোধনের আগেই উধাও সেলফি জোন-এর অত্য়াধুনিক লাইট, ভিডিও ভাইরাল

এখনও উদ্বোধন হয়নি সৌন্দর্যায়ন প্রকল্পের। উদ্বোধনের আগেই চুরি গেল সেলফি জোন-এর অত্য়াধুনিক লাইট। চুরির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মালদহ শহরের শুভঙ্কর বাঁধের ঘটনা। পুলিশ জানিয়েছে সিসিটিভি দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে।

Share this Video

এখনও উদ্বোধন হয়নি সৌন্দর্যায়ন প্রকল্পের। তার আগেই সেলফি জোন থেকে উধাও অত্যাধুনিক লাইট। চুরির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির ছবি। মালদহ শহরের শুভঙ্কর বাঁধের ঘটনা। দিনকয়েক আগেই এই বাঁধে আই লাভ মালদা- এই প্রতীকসহ সেলফি জোন তৈরি করে ইংরেজবাজার পুরসভা। উদ্বোধন হওয়ার আগেই এই সেলফি জোনে ছবি তুলতে ভিড় করছেন প্রচুর মানুষ। মহানন্দা নদীর ধারে এই সেলফি জোনের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন অনেকেই। দিনকয়েকের মধ্যেই এই সেলফি জোনসহ বাঁধ রোড সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে পুরসভার। তার আগেই এই চুরির ঘটনা প্রকাশ্যে আসায় হইচই পড়েছে। যদিও পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়ার পর অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। চুরি যাওয়া লাইটও উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। তবে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Related Video