মার্কসিট হাতে পেয়েই কপালে চিন্তার ভাঁজ, ছাত্রীদের অভিযোগ পাস নম্বর থাকতেও রেজাল্টে লেখা ফেল

করোনা আবহের মাঝেই ফল প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের। পাস মার্কস থাকতেও রেজাল্টে লেখা ফেল। মার্কসিট হাতে পেয়ে এমনটাই দাবি ছাত্রী থেকে অভিভাবকদের। তাই নিয়েই এখন সমস্যায় পড়েছেন ছাত্রীরা। উত্তর আসানসোলের  ধাদকা নারায়ণ চন্দ্র লাহিড়ী বিদ্যমন্দিরে এমনটাই ঘটেছে বলে দাবি পড়ুয়াদের। এই নিয়েই সেখানে বিক্ষোভ দেখায় পড়ুয়া থেকে অভিভাবকরাও।
 

/ Updated: Jul 23 2021, 10:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা আবহের মাঝেই ফল প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের। পাস মার্কস থাকতেও রেজাল্টে লেখা ফেল। মার্কসিট হাতে পেয়ে এমনটাই দাবি ছাত্রী থেকে অভিভাবকদের। তাই নিয়েই এখন সমস্যায় পড়েছেন ছাত্রীরা। উত্তর আসানসোলের  ধাদকা নারায়ণ চন্দ্র লাহিড়ী বিদ্যমন্দিরে এমনটাই ঘটেছে বলে দাবি পড়ুয়াদের। এই নিয়েই সেখানে বিক্ষোভ দেখায় পড়ুয়া থেকে অভিভাবকরাও।