ভারত-বাংলা সীমান্তে গ্রেনেড ফেটে জখম ৪ শিশু, তদন্তে পুলিশ

বল ভেবে গ্রেনেড নিয়ে খেলা। আর তা ফেটে জখম হল ৪ শিশু। ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার গোয়ালপোছ এলাকায়। ঘটনাস্থলের একদম কাছেই বিএসএফ ক্যাম্প। বিশাল আওয়াজ শুনে সেখানে থেকে জওয়ানরা ছুটে আসেন। 

/ Updated: May 20 2022, 06:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বল ভেবে গ্রেনেড নিয়ে খেলা। আর তা ফেটে জখম হল ৪ শিশু। ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার গোয়ালপোছ এলাকায়। ঘটনাস্থলের একদম কাছেই বিএসএফ ক্যাম্প। বিশাল আওয়াজ শুনে সেখানে থেকে জওয়ানরা ছুটে আসেন। জানা যায় স্টান গ্রেনেড ফেটে এই ঘটনা। স্টান গ্রেনেড সাধারণত কম ধ্বংসাত্মক এবং কম প্রাণঘাতী হয়। এটা সাধারণত অনেকটা টিয়ারগ্যাসের মতো। তবে, এর বিস্ফোরণের মাত্রা টিয়ার গ্যাসের থেকে বেশি। স্টান গ্রেনেড হওয়ায় চার শিশুই প্রাণে বেঁচে গিয়েছে বলে মনে করছে পুলিশ। তবে, চারজনেরই মুখের ত্বক এক্কেবারে ঝলসে গিয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে আসে পুলিশ। আসেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। ফাটা গ্রেনেডের অংশ পরীক্ষা করে দেখা যায় যে এগুলি মধ্যপ্রদেশে তৈরি। জানা যায় বিএসএফ জওয়ানরা এগুলো ব্যবহার করে। স্থানীয় বিএসএফ ক্যাম্প থেকেও জানানো হয় যে কয়েক মাস আগে তারা সীমান্তে গরু পাচারকারীদের রুখতে এই স্টান গ্রেনেড ব্যবহার করেছিলেন। সেখান থেকে কোনও ভাবে একটি স্টান গ্রেনেড অসুরক্ষিত অবস্থায় থেকে গিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান দুলালচন্দ্র মণ্ডল জানিয়েছেন, ওই চার শিশু মাঠে ছাগল চড়াতে গিয়েছিল। আর সেখানেই তারা ওই স্টান গ্রেনেড পেয়েছিল। পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন স্টান গ্রেনেড ফেটে এই ঘটনা। খতিয়ে দেখা হচ্ছে এি গ্রেনেড কোথায় থেকে এসেছিল। চিকিৎসার জন্য চার শিশুকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।