মদন মিত্র,কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে পচা মাল বলে আখ্যা দিলেন সুকান্ত মজুমদার

নবান্ন অভিযানে পুলিশের মারে আহত বিজেপি কর্মীকে সোদপুর পানশিলার বাড়িতে দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এরপর সাংবাদিক দের প্রশ্নের জবাব দিয়ে গিয়ে মদন মিত্র,কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে পচা মাল বলে আখ্যা দিলেন তিনি 

Share this Video

নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে আহত হয়েছিলেন বিজেপি কর্মী রাজকুমার দাস | তার সোদপুর পানশিলার বাড়িতে দেখতে এসেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | এরপর সাংবাদিক দের প্রশ্নের উত্তর দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | প্রেস ক্লাবের ঘটনা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন তিনি | সুকান্ত মজুমদার জানান লোকসভাতে গিয়েও চিৎকার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় | এর পর মদন মিত্রের বোম ইস্যু নিয়ে একসাথে দুজনকে ধিক্কার জানান সুকান্ত | তিনি মদন মিত্র,কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে পচা মাল বলে আখ্যা দিলেন | এর পর টিটাগড় কাণ্ড নিয়ে এনআইএ তদন্তের কথা বলেন তিনি 

Related Video