হাওড়া ময়দানে জলকামান, লাঠিচার্জের মুখে স্বপন দাশগুপ্ত
হাওড়া ময়দানে বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি-র | পুলিশের লাঠি পেটা স্বপন দাশগুপ্তকে |
হাওড়া ময়দানে বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার | ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি-র | মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সুকান্ত মজুমদার | সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা, স্বপন দাশগুপ্তরা | জল কামানে কাঁধে চোট- দাবি সুকান্তর | পুলিশের লাঠি পেটা স্বপন দাশগুপ্তকে | দলীয় কর্মীর চেষ্টা কোনওমতে রেহাই-বললেন স্বপন | শান্তিপূর্ণ মিছিলে পুলিশের আচরণ নিন্দনীয়- স্বপন | হাওড়া ময়দানে অবস্থান বিক্ষোভ সুকান্তদের | গ্রেফতার না করলে অবস্থান চালিয়ে যাওয়ার হুমকি | পুলিশের বিরুদ্ধে অমানুষিক অত্যাচারের অভিযোগ |
Read more Articles on