রাস্তার মাঝে সিলিন্ডার বোঝাই লড়িতে ভয়াবহ আগুন, দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন

  • রাস্তার মাঝে সিলিন্ডার বোঝাই লড়িতে ভয়াবহ আগুন
  • ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহার সংলগ্ন ৩৪ নম্বর সড়কে
  • গ্যাস বোঝাই করে মালদহের দিকে যাচ্ছিল লড়িটি 
  • আচমকাই লড়িতে আগুন দেখতে পায় লড়ির চালক

Share this Video

রাস্তার মাঝে সিলিন্ডার বোঝাই লড়িতে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহার সংলগ্ন ৩৪ নম্বর সড়কে। গ্যাস বোঝাই করে মালদহের দিকে যাচ্ছিল লড়িটি। আচমকাই লড়িতে আগুন দেখতে পায় লড়ির চালক। লড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই দাউদাউ করে জ্বলতে শুরু করে লড়িটি। আগুন ছড়িয়ে পড়ে জাতীয় সড়কের ধারে থাকা কয়েকটি বাড়িতেও। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন এবং পুলিশ।

Related Video