Primary TET Protest : পুলিশের ধমকি, পুলিশের গাড়ির সামনে চাকরি প্রার্থীরা, রাতে রণক্ষেত্র করুণাময়ী

ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই অ্যাকশন শুরু পুলিশের। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হল অনশন মঞ্চ থেকে। আটকও করা হল বহু চাকরি প্রার্থীকে। অনেকেই পুলিশের বাসের নিচে শুয়ে পড়ল, কিন্তু মানল না পুলিশ। পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করেও হার মানল তারা। প্রকাশ্যে মহিলা পুলিশের হুমকি চাকরি প্রার্থীকে।  মাত্র ২০ মিনিটেই এলাকা ফাঁকা করে দিল পুলিশ। 

Share this Video

ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই অ্যাকশন শুরু পুলিশের। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হল অনশন মঞ্চ থেকে। আটকও করা হল বহু চাকরি প্রার্থীকে। অনেকেই পুলিশের বাসের নিচে শুয়ে পড়ল, কিন্তু মানল না পুলিশ। পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করেও হার মানল তারা। প্রকাশ্যে মহিলা পুলিশের হুমকি চাকরি প্রার্থীকে। মাত্র ২০ মিনিটেই এলাকা ফাঁকা করে দিল পুলিশ। 

Related Video