মনিপুর ধসে মৃত সেনা জওয়ানের দেহ পৌঁছল কলকাতা বিমান বন্দরে

মনিপুর ধসে মৃত সেনা জওয়ানের দেহ পৌঁছল কলকাতা বিমান বন্দরে। মৃত দুই জওয়ান এসকে মইনুদ্দিন আহমেদ বসিরহাট । সন্তু ব্যানার্জি গোপালনগর, বনগাঁর বাসিন্দা। বিমান বন্দরেই তাদের গান স্যালুট দেওয়া হয়। এর পরে তাদের দেহ বসিরহাট ও বনগাঁর উদ্দেশ্যে রওনা দেয়। মৃত জওয়ান সন্তুর গ্রামের বাড়িতে শোকের ছায়া। 

Share this Video

মনিপুর ধসে মৃত সেনা জওয়ানের দেহ পৌঁছল কলকাতা বিমান বন্দরে। মৃত দুই জওয়ান এসকে মইনুদ্দিন আহমেদ বসিরহাট । সন্তু ব্যানার্জি গোপালনগর, বনগাঁর বাসিন্দা। বিমান বন্দরেই তাদের গান স্যালুট দেওয়া হয়। এর পরে তাদের দেহ বসিরহাট ও বনগাঁর উদ্দেশ্যে রওনা দেয়। মৃত জওয়ান সন্তুর গ্রামের বাড়িতে শোকের ছায়া। 

Related Video