Dilip Ghosh : 'পাকাপাকিভাবে ভিতরে পাঠানোর ব্যবস্থা করছে CBI', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষ-এর

'পাকাপাকিভাবে ভিতরে পাঠানোর ব্যবস্থা করছে CBI' এখনও অনেকে ভিতরে যাবে'। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষ-এর। দিলীপ ঘোষ বলেন, 'মমতা ব্যানার্জি কোনদিন সিরিয়াস রাজনীতি করেননি, করতে পাড়বেনও না। 'হালকা নাচা-গানা মজ-মস্তি আর ফালতু ডায়ালগ বলবেন'। SBSTC-র কর্মীদের হুমকি চিঠি অভিযোগে সপাট জবাব দিলীপের। 'এইসব লোকদের নিয়েই তো এরা ক্ষমতায় এসেছেন। ওনাদের নেতারাই এদের কর্মী হিসেবে এখানে ঢুকিয়েছেন।' রাজ্যে কর্মসংস্থান নেই বলেও সরকারকে তুলোধনা করলেন।

Share this Video

মানিক সরকারের সঙ্গে CBI-এর সেটিং তত্ত্ব নিয়ে 'বিস্ফোরক' দিলীপ ঘোষ। তিনি বলেন, 'CBI কোনও ব্যক্তি নয়। একজন না পারলে আরেকজন করবে। পাকা মাথার কাজ হচ্ছে। কাঁচা কাজ না। তথ্য নষ্ট করার জন্য পেশাদার সংস্থাকে ব্যবহার করা হয়েছে। ফলে সময় লাগবে। তবে তারপর যখন ভিতরে ঢোকানো হবে, আর বেরোনো যাবে না।' 

Related Video