মায়ের সাথে কাপড় কাচতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু

মায়ের সাথে কাপড় কাচতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু,২ ঘন্টা কেটে গেলেও উদ্ধার কাজে বিলম্ব, ক্ষোভ বাসিন্দাদের

Share this Video

মায়ের সাথে কাপড় কাঁচতে গিয়ে মহানন্দা নদীর গর্ভে তলিয়ে গেল চারবছরের শিশু কন‍্যা | মঙ্গলার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জোতমনি গ্রামের মহানন্দা ঘাটে |ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল‍্য ছড়িয়েছে ওই এলাকায় |খবর পেয়ে ঘটনাস্থলে প‍ৌঁছেছে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী |তবে দু ঘণ্টা কেটে গেলেও এখনো উদ্ধার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ গ্রামবাসিদের |

Related Video