কাবুলে আটকে ছেলে, ছেলের ঘরে ফেরার অপেক্ষায় দিন কাটছে সুজয়ের পরিবারের
কাবুলে আটকে অশোকনগরের এজি কলোনির সুজয় দেবনাথ। ছেলের চিন্তায় ঘুম উড়েছে সুজয়ের পরিবারের। ২০১৮ সাল থেকে সেখানেই রয়েছেন সুজয়। ভয়াবহ পরিস্থিতিতে ছেলের চিন্তায় ভেঙে পড়েছেন সুজয়ের মা। ভিডিও কলে সুজয়ের সঙ্গে কথাও হয় তাঁর পরিবারের। তবে সেখানকার পরিস্থিতি দেখে চিন্তায় দিন কাটছে সুজয়ের পরিবারের। সুজয়ের বাড়িতে রয়েছে সুজয়ের স্ত্রী, কন্যা মা এবং বোন ঘরের ছেলে ঘরে ফিরবে, অপেক্ষায় দিন কাটছে সুজয়ের পরিবারের। তবে শুধু সুজয়ই নয় সুজয় ছাড়াও সেখানে বাংলার অনেকই আটকে রয়েছে।
কাবুলে আটকে অশোকনগরের এজি কলোনির সুজয় দেবনাথ। ছেলের চিন্তায় ঘুম উড়েছে সুজয়ের পরিবারের। ২০১৮ সাল থেকে সেখানেই রয়েছেন সুজয়। ভয়াবহ পরিস্থিতিতে ছেলের চিন্তায় ভেঙে পড়েছেন সুজয়ের মা। ভিডিও কলে সুজয়ের সঙ্গে কথাও হয় তাঁর পরিবারের। তবে সেখানকার পরিস্থিতি দেখে চিন্তায় দিন কাটছে সুজয়ের পরিবারের। সুজয়ের বাড়িতে রয়েছে সুজয়ের স্ত্রী, কন্যা মা এবং বোন ঘরের ছেলে ঘরে ফিরবে, অপেক্ষায় দিন কাটছে সুজয়ের পরিবারের। তবে শুধু সুজয়ই নয় সুজয় ছাড়াও সেখানে বাংলার অনেকই আটকে রয়েছে।