মদ্যপ কাকার কুনজরে ঘরের বৌ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে করলো শারীরিক নিগ্রহ!
মদ্যপ কাকার কুনজরে ঘরের বৌ। ফাঁকা বাড়িতে নিজের বৌমার শ্লীলতাহানী করলো কাকা শ্বশুর। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালশুর গ্রামের ঘটনা। স্মৃতি যাদব এদিন বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে ঘরে ঢুকে শ্বশুর উত্তম যাদব তাকে নিগ্রহ করে। পরে তার স্বামীকে প্রতিবাদ করলে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে কাকা। এরপরেই থানায় অভিযোগ জানায় ওই দম্পতি। তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
মদ্যপ কাকার কুনজরে ঘরের বৌ। ফাঁকা বাড়িতে নিজের বৌমার শ্লীলতাহানী করলো কাকা শ্বশুর। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালশুর গ্রামের ঘটনা। স্মৃতি যাদব এদিন বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে ঘরে ঢুকে শ্বশুর উত্তম যাদব তাকে নিগ্রহ করে। পরে তার স্বামীকে প্রতিবাদ করলে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে কাকা। এরপরেই থানায় অভিযোগ জানায় ওই দম্পতি। তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।