সিভিক পুলিশের তৎপরতায় টাকা ভর্তি সোনার ব্যাগ ফিরে পেলেন সোনার দোকানের কর্মী

রাস্তায় হারিয়ে যাওয়া টাকা ও সোনার ব্যাগ ফিরিয়ে দিল সিভিক কর্মী। বালুরঘাট শহরের থানামোড় এলাকার ঘটনা। সোনার দোকানের কর্মী অসিত সরকারের মোটর বাইক থেকে পড়ে যায় ব্যাগটি। সেটি উদ্ধার করে থানায় আনেন সিভিক কর্মী গোপাল চন্দ্র মণ্ডল। এই ব্যাগটির সন্ধানে থানায় আসেন স্বর্ণ কর্মী অসিত সরকার। উপযুক্ত প্রমান পেয়ে ব্যাগ ফিরিয়ে দেন বালুরঘাট থানার আইসি । ব্যাগ ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসিত সরকার। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সিভিক কর্মীকে ধন্যবাদ জানান। 

Share this Video

বালুরঘাট শহরের থানামোড় এলাকার ঘটনা। সোনার দোকানের কর্মী অসিত সরকারের মোটর বাইক থেকে পড়ে যায় ব্যাগটি। সেটি উদ্ধার করে থানায় আনেন সিভিক কর্মী গোপাল চন্দ্র মণ্ডল। এই ব্যাগটির সন্ধানে থানায় আসেন স্বর্ণ কর্মী অসিত সরকার। উপযুক্ত প্রমান পেয়ে ব্যাগ ফিরিয়ে দেন বালুরঘাট থানার আইসি । ব্যাগ ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসিত সরকার। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সিভিক কর্মীকে ধন্যবাদ জানান। 

Related Video