হাতির কান্ড দেখে মাথায় হাত, গম সহ টাকা গেল হাতির পেটে

স্বামীর নজর এড়াতে গমের বস্তায় লুকানো ছিল টাকা। সেই গম সহ টাকা গেল হাতির পেটে। পশ্চিম মেদিনীপুর জেলার লিকা গ্রামের ঘটনা। ১৩৫০০ টাকা রাখা ছিল গমের বস্তায়। সেই সমস্ত টাকাই গিয়েছে হাতির পেটে। সূত্রের খবর, বুধবার রাত্রি দশটা নাগাদ ছটি হাতির একটি দল পাঞ্জাশোলের জঙ্গল ছেড়ে প্রবেশ করে শালিকা গ্রামে। জঙ্গল লাগোয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা বাদল দোলই নামে এক ব্যক্তির ইঁটের বাড়ির দেওয়াল ভেঙ্গে দেয়। বাড়িতে মজুত থাকা রেশনের চাল, গম এর বস্তা শুঁড় দিয়ে বের করে জঙ্গলে নিয়ে গিয়ে খেয়ে সাবাড় করে দেয়। আর ওই গমের বস্তার মধ্যেই নাকি রাখা ছিল সাড়ে তেরো হাজার টাকা। গমের সঙ্গেই তা হাতির পেটে চলে যায় বলে দাবি আশালতা দলুই -এর।  
 

/ Updated: Jul 23 2021, 01:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্বামীর নজর এড়াতে গমের বস্তায় লুকানো ছিল টাকা। সেই গম সহ টাকা গেল হাতির পেটে। পশ্চিম মেদিনীপুর জেলার লিকা গ্রামের ঘটনা। ১৩৫০০ টাকা রাখা ছিল গমের বস্তায়। সেই সমস্ত টাকাই গিয়েছে হাতির পেটে। সূত্রের খবর, বুধবার রাত্রি দশটা নাগাদ ছটি হাতির একটি দল পাঞ্জাশোলের জঙ্গল ছেড়ে প্রবেশ করে শালিকা গ্রামে। জঙ্গল লাগোয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা বাদল দোলই নামে এক ব্যক্তির ইঁটের বাড়ির দেওয়াল ভেঙ্গে দেয়। বাড়িতে মজুত থাকা রেশনের চাল, গম এর বস্তা শুঁড় দিয়ে বের করে জঙ্গলে নিয়ে গিয়ে খেয়ে সাবাড় করে দেয়। আর ওই গমের বস্তার মধ্যেই নাকি রাখা ছিল সাড়ে তেরো হাজার টাকা। গমের সঙ্গেই তা হাতির পেটে চলে যায় বলে দাবি আশালতা দলুই -এর।