গভীর নিম্নচাপের প্রভাব সমুদ্র উপকূলে, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা প্রশাসনের

  • গভীর নিম্নচাপের সতর্কবার্তা সমুদ্র উপকূলবর্তী এলাকায়
  • নীম্নচাপের ফলে ঝড়, বৃষ্টিরও সম্ভবনা রয়েছে সেখানে
  • সুমুদ্র উত্তাল হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন
  • পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হল মাইকিংও

Share this Video

গভীর নিম্নচাপের জেরে উপকূলে ফিরে আসছে সারি সারি ট্রলার। পঞ্চমীর দিন বিকেলেই মৎস দফতর ও আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছিল। সেখান থেকেই জানানো হয়েছিল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। যার ফলে সমুদ্র ও উত্তাল হওয়ারও সম্ভবনা রয়েছে। আর সেই কারণেই যে সমস্ত মৎস জিবিরা বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছেন তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। সেই খবর পেয়ে ইতিমধ্যেই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এলাকায় ফিরতে শুরু করেছে বহু ট্রলার। এছাড়াও আবহওয়া দফতর থেকে জানানো হয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দীঘার উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাত ও সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের। বৃহস্পতিবার থেকেই দীঘা, মন্দারমনি ও তাজপুর এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হয়।

Related Video