'রাজ্য প্রশাসনের লোকজনদের যোগ্যতা নেই একটা পরীক্ষা ঠিক করে করানোর'- দিলীপ

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি । তিনি বললেন রাজ্য প্রশাসনের লোকজনদের যোগ্যতা নেই একটা পরীক্ষা ঠিক করে করানোর

Share this Video

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি । 'অবস্থান অনশন চলছে, এটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে'- দিলীপ | দেড় লক্ষ চাকরী বাকি রয়েছে, ১০ হাজার নিয়ে বাতিল করে দেবেন, বাকি ছেলে মেয়েরা করবে কি- প্রশ্ন তোলেন দিলীপ | রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিযোগ তোলে বোর্ড সভাপতি | সেই প্রসঙ্গে দিলীপ বললেন বছরের পর বছর নিয়োগ হবে না! এর জন্যে রাজনীতির কি আছে? তাঁরা তো তাঁদের লড়াই করছে | এর পাশাপাশি মোমিনপুর ঘটনা নিয়েও নিজের মতামত দেন

Related Video