উদ্বোধনের আগেই ট্যাঙ্কের পাইপ ফেটে জল থইথই আসানসোল

দু'দিনে ধরে বৃষ্টি তেমন হয়নি, তবুও জলমগ্ন রাস্তা। নিকাশি ব্যবস্থার সমস্যা নেই, তবু কর্দমাক্ত পথ। একদিকে যখন পানীয় জল না থাকায় চরম সমস্যায় দিন কাটছে অনেকের তখনই অন্য দিকে ১২ ঘন্টার ও বেশি সময় ধরে পানীয় জলের অপচয় হচ্ছে। যে অপচয় বন্ধ করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের জলের রিজার্ভার এর পাইপ ফেটে লিক হচ্ছে পানীয় জল। তবে এই জলের ট্যাঙ্কটি এখনো উদ্বোধনই হয়নি। উদ্বোধন হওয়ার আগেই এমন ঘটনা বিস্মিত এলাকাবাসী। এলাকাবাসীরা জানাচ্ছেন, সোমবার রাত্রি আটটা থেকে হটাৎ জল বেরনো শুরু হয়। এখনও সেই জল বেরিয়েই চলেছে। যার জেরে জল থইথই গোটা এলাকা। আসানসোলের বড়াচক এলাকার এই বিশালাকার জল ট্যাঙ্কি থেকে নিকটবর্তী বেশ কয়েকটি গ্রামে পানীয় জল সরবরাহ করার কথা রয়েছে। তবে উদ্বোধনের আগেই এহেন অবস্থা চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে। অবিরাম জল লিক হওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাট। 

/ Updated: Aug 10 2021, 07:24 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দু'দিনে ধরে বৃষ্টি তেমন হয়নি, তবুও জলমগ্ন রাস্তা। নিকাশি ব্যবস্থার সমস্যা নেই, তবু কর্দমাক্ত পথ। একদিকে যখন পানীয় জল না থাকায় চরম সমস্যায় দিন কাটছে অনেকের তখনই অন্য দিকে ১২ ঘন্টার ও বেশি সময় ধরে পানীয় জলের অপচয় হচ্ছে। যে অপচয় বন্ধ করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের জলের রিজার্ভার এর পাইপ ফেটে লিক হচ্ছে পানীয় জল। তবে এই জলের ট্যাঙ্কটি এখনো উদ্বোধনই হয়নি। উদ্বোধন হওয়ার আগেই এমন ঘটনা বিস্মিত এলাকাবাসী। এলাকাবাসীরা জানাচ্ছেন, সোমবার রাত্রি আটটা থেকে হটাৎ জল বেরনো শুরু হয়। এখনও সেই জল বেরিয়েই চলেছে। যার জেরে জল থইথই গোটা এলাকা। আসানসোলের বড়াচক এলাকার এই বিশালাকার জল ট্যাঙ্কি থেকে নিকটবর্তী বেশ কয়েকটি গ্রামে পানীয় জল সরবরাহ করার কথা রয়েছে। তবে উদ্বোধনের আগেই এহেন অবস্থা চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে। অবিরাম জল লিক হওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাট।