এই রাজ্যের পুলিশকে পঙ্গু করে রাখা হয়েছে - দিলীপ ঘোষ
অনেকরকম দাবী এইজন্য আসে উত্তরবঙ্গ চিরকালই অবহেলিত। জলপাইগুড়িতে লড়াই করে মেডিকেল কলেজ করা হল কিন্তু কোনো পরিকাঠামো নেই। চিকিৎসার জন্য সেই কলকাতা আসতে হয়। শিলিগুড়িতে রাজ্য সরকারের সড়ক কোথাও ঠিকঠাক নেই। শিক্ষা ব্যবস্থাও অবহেলিত। উত্তরবঙ্গকে ৩০ বছর আগে বাম আমলে আলাদা করার দাবী তুলেছিলেন কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সি। উত্তরবঙ্গের মানুষের অধিকার কে সুরক্ষিত করার দরকার আছে বলে জানান তিনি।
জলপাইগুড়িতে লড়াই করে মেডিকেল কলেজ করা হল কিন্তু কোনো পরিকাঠামো নেই - দিলীপ
শিলিগুড়িতে রাজ্য সরকারের সড়ক কোথাও ঠিকঠাক নেই - দিলীপ
কিছু লোক ফাসস্টেডেড হয়ে গিয়েছে, রৌদ্দুর রায় গ্রেফতার প্রসঙ্গ নিয়ে বললেন দিলীপ
ভবানীপুর মার্ডার নিয়ে দিলীপ বললেন এই রাজ্যের পুলিশকে পঙ্গু করে রাখা হয়েছে
সিসিটিভি আছে কাজ করেনা, পুলিশ আছে কাজ করে না, সরকার আছে, মন্ত্রী আছে কিন্তু কাজ করে না বলে কটাক্ষ করেন তিনি
সর্বভারতীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের পাশে আছে সেটা বোঝাতেই জেপী নাড্ডা এসেছেন - দিলীপ