গভীর সমুদ্রে ডুবে গেল ট্রলার, অল্পের জন্য প্রানে বাঁচলেন মৎস্যজীবীরা

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপত্তি। বঙ্গোপসাগরের ছায়মারি দ্বীপের কাছে ডুবে গেল ট্রলার। ডুবন্ত ট্রলার থেকে মৎস্যজীবীদের উদ্ধার করলো অপর ট্রলার। ডুবে যাওয়া ট্রলারের নাম স্বর্নময়ী। কাকদ্বীপের মৎস্যজীবীরা ট্রলারে করে মাছ ধরতে গেছিলেন। ট্রলারের পাইপ ফেটে প্রচুর জল ঢুকে যায়। ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে 

Share this Video

 বঙ্গোপসাগরের ছায়মারি দ্বীপের কাছে ডুবে গেল ট্রলার। ডুবন্ত ট্রলার থেকে মৎস্যজীবীদের উদ্ধার করলো অপর ট্রলার। ডুবে যাওয়া ট্রলারের নাম স্বর্নময়ী। কাকদ্বীপের মৎস্যজীবীরা ট্রলারে করে মাছ ধরতে গেছিলেন। ট্রলারের পাইপ ফেটে প্রচুর জল ঢুকে যায়। ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে

Related Video